মার্কিন পুঁজিবাজারে ২০১২ সালের সবচয়ে বড় ঘটনা ছিল ফেইসবুকের আইপিও ঘোষণা বা শেয়ার বাজারে প্রবেশ। এর দুই বছর পরই চীনের আলিবাবাও নাম লেখায় সেখানে। একই গুরুত্বের একটি বড় ঘটনা সম্ভবত ঘটতে যাচ্ছে এ বছরও। ব্রিটিশ চিপ নকশা প্রতিষ্ঠান আর্ম নাম লেখাচ্ছে নিউ ইয়র্কের নাসডাকে।
একাধিক সূত্র থেকে আসা অনুমান বলছে যুক্তরাজ্যের কেমব্রিজভিত্তিক এই কোম্পানিটি সম্ভবত প্রথম দানেই বাজার থেকে তুলে নেবে হাজার কোটি ডলার।
বিস্তারিত পড়ুনঃ হাজার কোটি ডলারের আইপিও নিয়ে মার্কিন পুঁজিবাজারে যাচ্ছে আর্ম