কাজ ফ্রিল্যান্সার হিসেবে গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ডিজিটাল বিপণনের কাজ করেন নরসিংদীর রিপন মৃধা। এখন গড়ে প্রতি মাসে আয় করেন তিন লাখ টাকার বেশি। কিন্তু বছর দশেক আগেও ছিলেন অর্থকষ্টে। জীবনের মানেটাই যেন হারিয়ে ফেলেছিলেন রিপন মৃধা। ভেবেছিলেন আত্মহত্যা করার কথাও। সেই রিপনই ধীরে ধীর ঘুরে দাঁড়ান নিজের চেষ্টায়। সফল হতে থাকেন তথ্যপ্রযুক্তি পেশায়।
২০১২ সাল। নরসিংদীর বেলাব উপজেলার ভাওয়াল চরের রিপন মৃধা সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। বয়স তখন ১৮ পেরিয়েছে। রিপন মৃধার চোখেমুখে উঁকি দেয় নানা স্বপ্ন। কিন্ত কঠিন এক সিন্ধান্ত নিতে বাধ্য হন তখন।
নিজের এলাকার তাপশী জাহান নামের এক মেয়েকে পছন্দ করতেন রিপন। মেয়েটিও তাঁকে পছন্দ করতেন। দুজন দুজনের ভালোবাসায় সাড়া দেন। রিপনের এইচএসসি পরীক্ষার পর মেয়েটির পরিবার তাঁর বিয়ে ঠিক করে ফেলে। রিপন ঠিক করেন তাঁরা বিয়ে করবেন। বেঁকে বসে পরিবার। নিজের পরিবারের অমতেই রিপন ২০১২ সালের শেষ দিকে বিয়ে করেন মেয়েটিকে।
বিস্তারিত পড়ুন: হতাশায় ডুবে যাওয়া রিপন মৃধার আয় এখন মাসে ৩ লাখ টাকা