দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ফিচার প্যাকড স্মার্টফোন আনছে। মডেল গ্যালাক্সি১৪ ৫জি। এটি একটি সাশ্রয়ী দামের ডিভাইস।
এই ফোনে দেওয়া হয়েছে ৫এনএম এক্সিনোস ১৩৩০ প্রসেসর। এই চিপসেট ফাস্ট স্পিড এবং লং লাইফ ব্যাটারির জন্য জনপ্রিয়। সঙ্গে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফ্রন্টেও থাকবে দুর্দান্ত সেলফি স্ন্যাপার। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি হওয়ায় দারুণ বিকল্প হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ স্মার্টফোন।
বিস্তারিত পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি: ফিচার প্যাকড স্মার্টফোন