আপনি বা আমি সঠিক মানেই যে অন্য কেউ ভুল তা কিন্তু নয়। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। একটি বিষয়ে বিভিন্ন জনের চিন্তা-ভাবনা বা দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হতেই পারে। অন্যকথায় একে জীবনদৃষ্টিও বলা যেতে পারে। স্টিফেন রিচার্ডস কোভের লেখা ‘দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল’ বইটিতে ‘প্যারাডাইম শিফট’র কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা প্যারাডাইম আছে। এটি স্বাভাবিকও বটে। ধরুন আপনি ও আপনার বন্ধু কোনো সিনেমা বা নাটক দেখলেন। সিনেমা বা নাটকটি আপনার ভালো লাগলো কিন্তু আপনার বন্ধুটির সেটি পছন্দ হলো না। সিনেমা বা নাটকের বিষয় কিন্তু একই। তবে বৈপরীত্য হওয়ার কারণ কী?
বিস্তারিত পড়ুন: স্মার্ট বাংলাদেশের রূপরেখা