বর্তমানে কমবেশি সবাই স্মার্ট টিভি ব্যবহার করছেন। নতুন টিভি কেনার কথা আসলেই স্মার্ট টিভি সবার পছন্দের তালিকায় থাকে শীর্ষে। বাজারে অনেক নামিদামি ব্র্যান্ডের স্মার্ট টিভি পাবেন সাধ্যের মধ্যেই। তবে স্মার্ট টিভিতে কিন্তু স্মার্টফোনের মতোই ভাইরাস আক্রমণ করতে পারে।
যেহেতু স্মার্ট টিভিতে স্মার্টফোনের মতো ইন্টারনেট, নানা অ্যাপ ব্যবহার করা হয়। ডাউনলোড করেন যখন যা খুশি। যে কোনো লিংকে ঢুকে পড়েন না যাচাই করেই। তাই স্মার্ট টিভিতে ভাইরাস ঢুকে যাওয়া কোনো কঠিন ব্যাপার না। এমনকি গুগল অ্যাপ এবং প্লে স্টোরের সঙ্গেও আসে ভাইরাস। যাচাই করে নিন আপনার স্মার্ট টিভিতেও ভাইরাস আছে কি না।
বিস্তারিত পড়ুনঃ স্মার্ট টিভিতে ভাইরাস আছে কি না জানার উপায়