শাওমি উন্মোচন করেছে মিজিয়া স্মার্ট অডিও গ্লাস। এর ওজন মাত্র ৩৮.১ গ্রাম। ব্যাটারির ব্যাকআপ পাওয়া যাবে ২২ ঘণ্টা পর্যন্ত। এতে আছে ওপেন সাউন্ড ফিল্ড, ডাবল অ্যান্টিলিকেজ, ডুয়াল ডিভাইস কানেকশন, আলট্রা লং টাচ এবং কথা বলার সময় নয়েজ রিডাকশন সুবিধা। ওয়্যারেবল ডিভাইসটির দাম ধরা হয়েছে ৭৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ২১৭ টাকা)।
সূত্র : গিজচায়না