স্পেনের বার্সেলোনায় গত ২ মার্চ শেষ হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, (এমডব্লিউসি) ২০২৩। প্রতিবারের মতো এবারও স্মার্টফোন দুনিয়ার বিভিন্ন নতুন প্রযুক্তি ও ফিচার হাজির করেছে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো।
স্মার্টফোন দুনিয়ায় মন্দাভাব যেন অবশ্যম্ভাবিই ছিল। কোনো কিছুই চিরদিন জনপ্রিয় থাকে না- বিশেষ করে মোবাইল দুনিয়ায়। টেক দুনিয়ার অন্যান্য পণ্যের তুলনায় স্মার্টফোনের উত্থান ও জনপ্রিয়তা ছিল দ্রুত ও দীর্ঘস্থায়ী। কিন্তু গত কয়েক বছর ধরে স্মর্টফোনের বিক্রি ছিল পড়তির দিকে।
বিস্তারিত পড়ুনঃ স্মার্টফোন কি বাজার হারাচ্ছে, যা ভাবছে বড় কোম্পানিগুলো