সারাক্ষণ স্মার্টফোনে কোনো না কোনো কাজ করছেন। আবার কাজ শেষে যেখানে সেখানে রাখছেন। জরুরি কল রিসিভ করতে নোংরা হাতে ফোন ধরছেন। ফলে নোংরা দাগ লেগে যাচ্ছে ফোনের গায়ে।তবে যেখানে সেখানে রাখা কিংবা পকেটে রাখার ফলে সবচেয়ে বেশি ময়লা হয় স্মার্টফোনের চার্জিং পোর্ট, স্পিকার। এর ভেতরে ময়লা ঢুকে জমে থাকে। যা সহজে পরিষ্কার করাও যায় না। চার্জিং পোর্টে ময়লা জমে থাকলে অনেক সময় ফোন চার্জ হয় না। অনেক সময় আবার ফোন চার্জ হতে দেরি হয়।
বিস্তারিত পড়ুনঃ স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে