সব কিছুরই আয়ু থাকে। উৎপাদিত যেকোনো পণ্যেরই মেয়াদ রয়েছে। আমরা বাজার থেকে যে সব জিনিস কিনি তাতে মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা হয় যাকে আমরা বলি এক্সপায়ার ডেট। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের পরে কোনও জিনিসই আর ব্যবহার করা ঠিক নয়। কিন্তু আমরা হয়তো কখনও ভেবেও দেখি না যে আমরা যে স্মার্টফোনটি ব্যবহার করছি তার মেয়াদ কত এবং কতদিন সেটি ব্যবহার করা যাবে। সবারই জানা উচিত স্মার্টফোনের মেয়াদ কত দিন?
বিস্তারিত পড়ুনঃ স্মার্টফোনের এক্সপায়ার ডেট কত দিন?