সেলফোনের চিপ তৈরিতে বিশ্বের অন্যতম একটি প্রতিষ্ঠান কোয়ালকম। কোম্পানিটির স্ন্যাপড্রাগন প্রসেসর এ খাতের শীর্ষে রয়েছে। তবে প্রযুক্তিগত উৎকর্ষের যুগে সেলফোন চিপের পাশাপাশি অটোমোটিভ বা স্বয়ংক্রিয় গাড়ি, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও হাইব্রিড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতেও কোম্পানিটির অগ্রগতি হয়েছে। খবর ব্যাংকক পোস্ট।
কোয়ালকমের তাইওয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট এসটি লিউ বলেন, ‘প্রতিষ্ঠানটি স্মার্টফোন ও সেলফোনের বাইরে অন্যান্য ক্ষেত্রে ইন্টেলিজেন্ট কম্পিউটিংকেও সক্ষম করছে।’ ইন্টেলিজেন্ট কম্পিউটিং বলতে উন্নত প্রযুক্তি, অ্যালগরিদম ও সিস্টেমের ব্যবহার বোঝায়, যা মানুষের বুদ্ধিমত্তাকে অনুকরণ করে কাজ সম্পাদন ও সিদ্ধান্ত নিতে সক্ষম। ইন্টেলিজেন্ট কম্পিউটিংয়ের মধ্যে রয়েছে এআই, মেশিন লার্নিং, কগনিটিভ কম্পিউটিং ও বিগ ডাটা অ্যানালিটিকস।
বিস্তারিত পড়ুনঃ স্বয়ংক্রিয় গাড়ি, এআই ও আইওটি খাতে এগিয়েছে কোয়ালকম