অনেক বিখ্যাত ব্যক্তির জীবনীতেই দেখা যায় বাবার চাকরির সূত্রে তারা বিভিন্ন অঞ্চলে থেকে বড় হয়েছেন। আর এই একুশ শতকে দেশে অনেক মা-বাবাই এলাকা বদল করতে চান না সন্তানের স্কুলের কথা ভেবে। কাইরান কাজির বেলায় ঘটনা ভিন্ন। তার মা চলে যাবেন ওয়াশিংটন স্টেটের রেডমন্ডে, কাইরানের চাকরি হয়েছে সেখানে।
কাইরানের বয়স সবে ১৪ বছর। বাংলাদেশি বংশোদ্ভুত এই কিশোর আন্ডার গ্র্যাজুয়েশন পর্যায়ে পড়ালেখা করছিলেন সান্তা ক্লারা ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক হবেন কিছুদিনের মধ্যেই।
বিস্তারিত পড়ুনঃ স্পেসএক্সের প্রকৌশলী বাংলাদেশি-আমেরিকান, বয়স ১৪