বিশ্বের শীর্ষনস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণের রেডমি নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের বাজারে সিরিজটির ‘রেডমি নোট ১২’ স্মার্টফোন আজ ১৫ জুন থেকে পাওয়া যাচ্ছে।
রেডমি নোট ১২ ফোনটি আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাংলাদেশের বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। আগের জেনারেশন থেকে আরও আপগ্রেড করা হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর; যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্ষম করে তুলেছে।
বিস্তারিত পড়ুনঃ স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের রেডমি নোট ১২ ফোন আনল শাওমি