প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর পর এবার চ্যাটবটে ‘সেফটি টুল’ চালু করেছে স্ন্যাপচ্যাট। নতুন টুলটি চালুর ফলে চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী স্ন্যাপচ্যাট জানিয়েছে, সেফ গার্ড নামের টুলটির মাধ্যমে ব্যবহারকারীর বয়স জানতে পারবে চ্যাটবটটি। ফলে বয়স অনুযায়ী উত্তর দিতে পারবে চ্যাটবট। এ ছাড়া কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের সংলাপও দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।
বিস্তারিত পড়ুনঃ স্ন্যাপচ্যাটের এআই চ্যাটবট ব্যবহারকারীর ‘বয়স অনুযায়ী’ উত্তর দেবে