স্টাইলিশ বাইক নিয়ে এলো ‘জাওয়া মোটরসাইকেল’

ভারতীয় বাজারে বাইকের তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন বাইক। স্টাইলিশ বাইক নিয়ে এলো জাওয়া মোটরসাইকেল। বাইকটির নাম দেওয়া হয়েছে জাওয়া ৪২ টাওয়াং এডিশন। তবে এই বাইক খুব বেশি পরিমাণে বিক্রি করা হবে না। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, কেবল ১০০ ইউনিট তৈরি করা হবে ভারতে।

জাওয়া ৪২ টাওয়াং এডিশন তৈরি হয়েছে স্পোর্টস স্ট্রাইপ অলস্টার ব্ল্যাক ভ্যারিয়েন্টে। এই বিশেষ রং ও সর্বোপরি বাইকটি পৌরাণিক ঘোড়া লুংটার দ্বারা অনুপ্রাণিত। বাইকটির সঙ্গে তার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের অনেকাংশেই মিল রয়েছে। বাইকটিতে দেওয়া হয়েছে ২৯৪.৭২সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিক্যুইড কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা ২৭ বিএইচপি এবং ২৬.৮৪ এনএম পিক টর্ক দিতে পারবে। এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে।

বিস্তারিত পড়ুন: স্টাইলিশ বাইক নিয়ে এলো ‘জাওয়া মোটরসাইকেল’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *