নতুন শব্দ যোগ হয়েছে ইংরেজি শব্দভাণ্ডারে – ‘স্ক্রিনএজার’। মানে হচ্ছে স্ক্রিন থেকে টেনে সরানো যায় না এমন টিনএজার।
এই স্ক্রিনএজারদের মনোদৈহিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে সম্প্রতি সতর্কতা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। ইনস্টাগ্রাম, টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো বিভিন্ন অ্যাপের ফলে শিশুকিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
বিস্তারিত পড়ুনঃ স্ক্রিনএজার! এই আসক্তি সামলানোর উপায় কী?