সোনালী রঙের সঙ্গে সবুজের আকর্ষণীয় মেলবন্ধনে লঞ্চ হল টিভিএস অ্যাপাচি

Raider ও Apache RTR 200 4V মোটরসাইকেলের Special Racing Edition লঞ্চের পর TVS এবার Apache RTR 160 4V রেসিং বাইকের গোল্ডেন গ্রীন কালার ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হল। তবে ভারত বা এশিয়ার কোনও দেশ নয়, সংস্থাটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ন্তগত কলম্বিয়ার বাজারে অ্যাপাচির নয়া ভার্সনটি লঞ্চ করেছে। নাম শুনেই বোধগম্য, বাইকটি সোনালী রঙের সাথে সবুজের মিশ্রণ এসেছে।

TVS Apache RTR 160 4V গোল্ডেন গ্রীন ভার্সনে লঞ্চ হল

Apache RTR 160 4V-এর ফ্রন্ট ফেন্ডার, হেডলাইট কাউল, ফুয়েল ট্যাঙ্ক এবং ইঞ্জিন কাউলের উপর গোল্ডেন গ্রীন পেইন্ট থিমের দেখা মিলেছে। আবার রিয়ার প্যানেলটি ব্ল্যাক ফিনিশ করা হয়েছে। এই ভ্যারিয়েন্টটিতে অতিরিক্ত সরঞ্জাম হিসেবে দেওয়া হয়েছে একটি উইন্ড স্ক্রিন, হ্যান্ড গার্ড এবং ইঞ্জিন ক্র্যাশ গার্ড।

বিস্তারিত পড়ুনঃ সোনালী রঙের সঙ্গে সবুজের আকর্ষণীয় মেলবন্ধনে লঞ্চ হল টিভিএস অ্যাপাচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *