কেবল জনপ্রিয় ব্যক্তিদের কেন্দ্র করে ফটো শেয়ারিং অ্যাপ বিরিয়েল এমন এক ফিচার চালু করতে যাচ্ছে, যা অ্যাপের মূল ধারণার সম্পূর্ণ বিপরীত। নতুন এই ফিচারের নাম ‘রিয়েলপিপল’।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী নিজের বন্ধুর সঙ্গে ‘দৈনিক ছবি চালাচালির’ বদলে গোটা বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাথলেট, শিল্পী ও অধিকারকর্মীদের কার্যক্রম দেখতে পাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
বিস্তারিত পড়ুনঃ ‘সেলিব্রেটি কেন্দ্রিক’ ফিড বানাচ্ছে বিরিয়েল