নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে ফুজি নামটা খুব পরিচিত। ‘ফুজি’র ফটোগ্রাফিক ফিল্ম সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে সাদাকালো ছবির দুনিয়া আর তার সঙ্গে জড়ানো ইতিহাস। বাজার দখল করেছে উন্নতমানের ডিএসএলআর আর স্মার্টফোনের ক্যামেরা এবং ফটো-এডিটিং অ্যাপ।
বিস্তারিত পড়ুনঃ সেলফি তোলার নতুন ক্যামেরা