সেরা ৫ বাংলাদেশি ভিডিও গেমস

ভিডিও গেম যদি হয় আপনার উৎসাহের জায়গা, তাহলে গেমিং জগতের সবশেষ সংযোজন নিয়ে নিশ্চয়ই জানাশোনা আছে। বহুল প্রতীক্ষিত মার্ভেলের স্পাইডারম্যানের সিক্যুয়েল ‘গড অব ওয়্যার র‍্যাগনারোক্টো’ অথবা ‘হরাইজন ফরবিডেন ওয়েস্টের’ মুক্তির তারিখ— নড়েচড়ে বসার জন্য গেমারদের অনেক কিছুই আছে। 

এগুলো ছাড়াও শুধু বাংলাদেশে তৈরি গেমগুলো নিয়েও উৎসাহের অনেক সুযোগ রয়েছে। ঢাকা রেসিং থেকে শুরু করে আসন্ন ওপেন ওয়ার্ল্ডস এবং ট্যাকটিকাল শুটারস পর্যন্ত বাংলাদেশের গেম ডেভেলপমেন্টকে বহুদূর নিয়ে গেছে। যদি কেউ প্রথম দিককার অগ্রগতির অভিজ্ঞতাটা নিতে চান, তাহলে বাংলাদেশের সেরা এই গেমগুলো দেখা দরকার–

বিস্তারিত পড়ুনঃ সেরা ৫ বাংলাদেশি ভিডিও গেমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *