দৈনন্দিন নানা কাজের পাশাপাশি পেশাদার কাজের ক্ষেত্রে অত্যাধুনিক ল্যাপটপের ব্যবহার বেড়েছে। গ্রাহকদের কাজের ধরন অনুযায়ী বাজারেও আসছে নতুন ফিচারের বিশেষ কিছু ল্যাপটপ। এরই পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি বা দুটি ডিসপ্লেসহ মাল্টিটাস্কিং উপযোগী ল্যাপটপ ‘জেনবুক প্রো ১৪ ডুয়ো’ এনেছে ল্যাপটপ ব্রান্ড আসুস। নির্মাতাদের দাবি, কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, গ্র্যাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ের মতো কাজের উপযোগী করে ল্যাপটপটিতে বিশেষ কিছু ফিচার যুক্ত করা হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো