আমেরিকার ওয়াশিংটনের একটি অ্যাপেল স্টোর থেকে চুরি গেল প্রায় ৪ কোটি টাকার আইফোন। তবে চুরির থেকেও বেশি নজর কেড়েছে আইফোন হাতানোর পদ্ধতি। চুরির জন্য পাশের একটি কফি শপ থেকে সিঁধ কেটে অ্যাপল স্টোরে ঢুকেছিল দুই চোর। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। ইতিমধ্যেই এই রোমহর্ষক ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ সিঁধ কেটে অ্যাপল স্টোরে ঢুকল চোর, খোয়া গেলে ৪ কোটির আইফোন