কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সামাজিক সুবিধা নিশ্চিতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও অ্যানথ্রপিকের মতো শীর্ষ এআই নির্মাতা কোম্পানি প্রধানরা।
বুধবারের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এমন সিদ্ধান্ত তারা জানান।
বিবৃতি অনুসারে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে অস্তিত্বের হুমকি’সহ এআই সংশ্লিষ্ট বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা করেন সুনাক ও প্রযুক্তি খাতের শীর্ষ নেতা ওপেনএআই’র স্যাম অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস ও অ্যানথ্রপিকের ডারিও আমোডেই।
বিস্তারিত পড়ুনঃ সামাজিক সুবিধা: এআই নির্মাতাদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য