দেশে বর্তমানে প্রায় ৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। যার ৫০ শতাংশ সাবমেরিন ক্যাবল থেকে যাচ্ছে, অবশিষ্ট ৫০ শতাংশ যাচ্ছে আইটিসির (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) মাধ্যমে। অথচ এক বছর আগে (গত বছর এই সময়ে) দেশে মোট ব্যবহার হওয়া ব্যান্ডউইথের প্রায় ৬০ শতাংশ যেতো সাবমেরিন ক্যাবল থেকে।
দেশীয় সরকারি প্রতিষ্ঠানের (সাবমেরিন ক্যাবল কোম্পানি) ব্যান্ডউইথের চেয়ে বেসরকারি পর্যায়ের (আমদানি করা) ব্যান্ডউইথের বাজার বড় হওয়াকে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশে যে দুটো সাবমেরিন ক্যাবল আছে, তার মধ্যে একটির সক্ষমতা আগামীতে বাড়বে। সরকারি তৃতীয় সাবমেরিন ক্যাবলও আসছে বাংলাদেশে। এছাড়া বেসরকারি পর্যায়ে আরও ৩টি সাবমেরিন ক্যাবলের লাইসেন্স দিয়েছে সরকার। সবগুলো ২০২৫ সালের মধ্যে অপারেশনে আসছে। ফলে সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিস্তারিত পড়ুনঃ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ বাজার ছোট হচ্ছে, বড় হচ্ছে আমদানির ক্ষেত্র