গৃহস্থালি ও শিল্পপ্রতিষ্ঠানে পানি ব্যবহারের জন্য স্মার্ট মিটার ও সাব–মিটার তৈরি, ডিজিটাল উপায়ে অন্তঃসত্ত্বা নারীদের শারীরিক তথ্য পর্যবেক্ষণ, সরকারি অফিসের নথির জন্য ফরমাশপত্র তৈরি—এমন সাতটি উদ্ভাবনী ধারণা দিয়ে সেরা উদ্ভাবক হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের সাত উদ্ভাবক। গত বৃহস্পতিবার রাজধানীর বিএএফ শাহীন হলে এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেশন) প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী উদ্ভাবকদের আর্থিক সহায়তা (সিডমানি) ও পুরস্কার দেওয়া হয়েছে। উদ্ভাবকদের সাড়ে ১৮ লাখ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ সাত উদ্ভাবককে দেওয়া হলো আর্থিক সহায়তা