পরিত্যক্ত প্লাস্টিক পণ্যের কারণে বিশ্বের সিংহভাগ নদী-সমুদ্র দূষিত হয় ব্যাপক হারে। উপকূলগুলোয় প্রায়ই চোখে পড়ে ফেলে দেওয়া বোতলসহ অন্যান্য প্লাস্টিক পণ্য।এ পরিস্থিতি উত্তরণে এগিয়ে এসেছেন চার তরুণ। তারা তৈরি করেছেন ওপেন ওশান ইঞ্জিনিয়ারিং ক্লিয়ারবোট নিও নামে এক ধরনের প্রযুক্তি, যেটি পানিতে ভেসে সংগ্রহ করবে পরিত্যক্ত প্লাস্টিক ও ময়লা আবর্জনা।
এআই রোবোটিক বোটটির নির্মাতারা মূলত হংকং-ভিত্তিক একটি স্টার্টআপের সদস্য। দীর্ঘ পরিকল্পনা ও গবেষণার পর তারা ক্লিয়ার বোট নিও’র খবর প্রকাশ করে। নির্মাতাদের মূল ইচ্ছা বিশ্বজুড়ে পানির রক্ষা করা।
বিস্তারিত পড়ুন: সাগর-নদীর বর্জ্য পরিষ্কারে দুই তরুণের আবিষ্কার