ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ‘ডব্লিউওও কমার্স পেমেন্টস’ প্লাগইনে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেসে তৈরি যেকোনো ই-কমার্স ওয়েবসাইট দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত প্লাগইনের ত্রুটি দূর করে নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে ডব্লিউওও কমার্স। এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা থাকায় প্লাগইনটি ব্যবহার করা ওয়েবসাইটগুলোতে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণ ইনস্টল করে দিয়েছে ওয়ার্ডপ্রেস। ফলে সাইবার হামলা থেকে রক্ষা পেয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হাজারো ই-কমার্স ওয়েবসাইট।
বিস্তারিতঃ সাইবার হামলা থেকে রক্ষা পেল হাজারো ই-কমার্স ওয়েবসাইট