সম্প্রতি আউটলুক, ওয়ানড্রাইভ’সহ মাইক্রোসফটের বেশ কয়েকটি সেবায় বিভ্রাট ঘটেছে; আর এর পেছনে রয়েছে সাইবার আক্রমণ।
প্রাথমিকভাবে তেমন তথ্য শেয়ার না করলেও শুক্রবারের শেষ নাগাদ এর সত্যতা নিশ্চিত করেছে মাইক্রোসফট।
এই আক্রমণ কোম্পানির কয়েকটি সেবায় ‘সাময়িক প্রভাব’ ফেলেছে বলে এক ব্লগ পোস্টে লিখেছে মাইক্রোসফট। আক্রমণকারী দলটিকে মাইক্রোসফট ‘স্টর্ম-১৩৫৯’ নামে চিহ্নিত করেছে। তাদের প্রাথমিক উদ্দেশ্য নিজেদের নাম প্রচার বলে পোস্ট লিখেছে এই সফটওয়্যার জায়ান্ট।
বিস্তারিত পড়ুনঃ সাইবার হামলার ফলেই আউটলুক ও ওয়ানড্রাইভ বিভ্রাট: মাইক্রোসফট