হঠাৎ দেখলেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে টুইট করতে পারছেন না। মানে বার্তা প্রকাশ করতে পারছেন না। স্মার্টফোন থেকে চেষ্টা করে ব্যর্থ হয়ে ডেস্কটপ কম্পিউটারের ওয়েবে গিয়েও চেষ্টা করেছেন। কিন্তু আপনাকে পুনরায় চেষ্টা (ট্রাই অ্যাগেইন) করতে বলছে বা টুইটটি ড্রাফটে সংরক্ষণ করতে বলা হচ্ছে কিংবা দেখা গেল আপনাকে বলা হয়েছে আপনি দৈনিক টুইট সীমা অতিক্রম করেছেন। যদিও দৈনিক ২ হাজার ৪০০ টুইট সীমা অতিক্রম করা প্রায় অসম্ভব।
বিস্তারিত পড়ুনঃ সাইট বন্ধ থাকলেও টুইট করা যাবে যেভাবে