অনলাইন ক্লাস, সভা বা অন্য কাজে জুম সফটওয়্যার অনেকেই ব্যবহার করেন। স্মার্টফোন, কম্পিউটারের পাশাপাশি এবার টেলিভিশনে সরাসরি ভিডিও কল করা যাবে জুমে। এ জন্য ‘জুম ফর টিভি’ অ্যাপ আনছে ভিডিও কনফারেন্সের জনপ্রিয় সফটওয়্যারটি। অ্যাপটি কাজে লাগিয়ে সনির ব্রাভিয়া টেলিভিশনে সরাসরি জুম ভিডিও কল করা যাবে।
বিস্তারিত পড়ুনঃ সরাসরি জুম ভিডিও কল আসছে কোন কোন টিভিতে