প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ পার হয় ক্রমেই উন্নতি করা মানবজাতির জন্য বর্তমান যুগকে ‘প্লাস্টিক যুগ’ বললেও একেবারে ভুল হবে না। তবে প্লাস্টিক যুগে এসে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এলেও তা রীতিমতো হুমকির কারণ হিসেবে দেখা দিয়েছে পরিবেশের জন্য। ১০ বছর ধরে সামুদ্রিক পরিবেশ নিয়ে কাজ করছে অলাভজনক সংস্থা দি ওশান ক্লিন-আপ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ২৮ বছর বয়সী ডাচ নাগরিক বোয়ান স্ল্যাট। তিনি প্রশান্ত মহাসাগর থেকে প্লাস্টিক বর্জ্য কিভাবে ছেঁকে তোলা যায়, সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন।
বিস্তারিত পড়ুনঃ সমুদ্র পরিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা