বিশ্বের সমুদ্রগুলোতে প্লাস্টিকের যে দূষণ, তার সমাধানের জন্য বয়ান স্ল্যাট বহুদিন ধরে “এক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক” চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একটি অলাভজনক পরিবেশ সংস্থা ‘দ্য ওশেন ক্লিন-আপ’ এর প্রতিষ্ঠাতা ২৮ বছরের এই ওলন্দাজ উদ্যোক্তা। প্রশান্ত মহাসাগর হতে প্লাস্টিক বর্জ্য কিভাবে ছেঁকে তোলা যায়, গত দশ বছর ধরে সেই কাজে ব্যস্ত তিনি।
তিনি বিবিসি নিউজকে বলছিলেন, যতটা ভেবেছিলেন, তার চেয়ে কাজটা অনেক বেশি কঠিন বলেই তার মনে হচ্ছে।
বিস্তারিত পড়ুন: সমুদ্রে প্লাস্টিকের দূষণ: প্রযুক্তি ব্যবহার করে যেভাবে সাগর থেকে প্লাস্টিক অপসারণের চেষ্টা চলছে