সব রুমে আলাদা আলাদা এসি লাগালে খরচ ও বিদ্যুৎ বিল বেশি হবে। তবে এক্ষেত্রে প্রয়োজন অনুসারে একটি সেন্ট্রাল এসি লাগিয়ে নিলে সব রুমে আলাদা করে এসি লাগাতে হবে না। সঙ্গে খরচ ও বিদ্যুৎ বিল কিছুটা হলেও বাঁচবে।
সেন্ট্রাল এসি কীভাবে কাজ করে, কত টাকা পর্যন্ত খরচ হতে পারে, সেগুলির ক্যাপাসিটিই বা কীরকম, সেই সব তথ্যও আপনার জেনে রাখা উচিত।
বিস্তারিত পড়ুনঃ সব রুমে আলাদা এসি না লাগিয়েও বাড়ি ঠান্ডা রাখবেন যেভাবে