আলিবাবা গ্রুপ মঙ্গলবার তাদের নিজস্ব জেনারেটিভ এআই মডেল প্রদর্শন করেছে। চ্যাটজিপিটি ধাঁচের এআই মডেলটির নাম ‘টংই চিয়ানওয়েন’। আপাতত চায়নিজ ও ইংরেজি ভাষায় ডিংটক, কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপে এটি কাজ করবে। অদূর ভবিষ্যতে আলিবাবার সব অ্যাপেই এটি যুক্ত করা হবে। মিটিং নোটস সংক্ষেপে লেখা, ব্যাবসায়িক প্রস্তাব, ই-মেইল, আমন্ত্রণপত্র লেখা, ট্যুরের পরিকল্পনা, ক্রেতাদের মেকআপ বিষয়ে পরামর্শ দিতে পারবে এআইটি। আলিবাবার ভয়েস অ্যাসিস্ট্যান্ট টিমল জিনির মধ্যেও অন্তর্ভুক্ত করা হবে টংই চিয়ানওয়েন। মানুষের সঙ্গে কাজের গুণগত পার্থক্য দূর করতে অতীত থেকেও শিক্ষা নেবে আলিবাবার এআই। আগামী শুক্রবার থেকে রেজিস্ট্রেশন চালু হবে। রেজিস্ট্রেশন করা ব্যক্তিরাই এআইটি আগেভাগে ব্যবহারের সুযোগ পাবে। কবে নাগাদ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি আলিবাবা। চলতি বছরের শুরুতে চ্যাটজিপিটির মতো চ্যাটবট বানানোর ঘোষণা দেয় চায়নিজ ই-কমার্স জায়ান্টটি। নিজস্ব চ্যাটবট নিয়ে আসার ঘোষণা দেওয়ার পর হংকংয়ে আলিবাবার শেয়ারমূল্য ১.৫ শতাংশ বেড়ে যায়।
সূত্র : লাইভ মিন্ট