বাজারে যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেয় বাজাজ সিটি ১১০ মডেল। এক লিটার জ্বালানিতে এই বাইক কমছে কম ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। একবার ফুয়েল ট্যাংক ফুল করলে ৭৭০ কিলোমিটার চলা যায়।
বাজাজ সিটি ১১০ মডেল দেখতে বেশ মানানসই। ওজনেও হালকা। ফলে সহজেই একে সামলানো যায়। এর রক্ষণাবেক্ষণ খরচও কম।
বিস্তারিত পড়ুনঃ সবচেয়ে বেশি মাইলেজ দেয় এই মোটরসাইকেল