সফটব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী মাসায়োসি সন বলেছেন তিনি চ্যাটজিপিটি প্রযুক্তিটি অতিমাত্রায় ব্যবহার করেন।
“আমি প্রায় প্রতিদিনই চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করি – প্রযুক্তিটির আমি একজন হেভি ইউজার” – মঙ্গলবার কোম্পানিটির টেলিকম খাতের অংশীদারদের সঙ্গে আলাপকালে মাইক্রোসফটের সহায়তাপুষ্ট ওপেনএআইয়ের তৈরি অ্যাপটি নিয়েএমনটাই বলেছেন সন।
বিস্তারিত পড়ুনঃ সফটব্যাংকের সিইও বললেন তিনি চ্যাটজিপিটির ‘হেভি ইউজার’