সংবাদমাধ্যমকে দাবি আদায়ের সুযোগ দিতে আইন পাসের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের আইন প্রণেতারা সিনেটে আবার সংবাদমাধ্যমগুলোকে সমন্বিতভাবে বিজ্ঞাপন থেকে আয়ের ভাগ নিয়ে প্রযুক্তি কম্পানিগুলোর সঙ্গে দেনদরবারের ক্ষমতা প্রদানবিষয়ক আইনের খসড়া উত্থাপন করেছেন। এর আগে কংগ্রেসে আইন হিসেবে পাসের প্রস্তাব করা হয়। তবে তা পাস হয়নি। দ্য জার্নালিজম কম্পিটিশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট নামের আইনটি পাস হলে খবর সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও প্রকাশকরা সম্মিলিতভাবে নিজেদের দাবি জানানোর সুযোগ পাবেন। অনেক বছর ধরেই সংবাদমাধ্যমগুলো এ নিয়ে অভিযোগ জানিয়ে আসছে। আইনটির বিষয়ে সিনেট জুডিশিয়ারি সাবকমিটির চেয়ারম্যান ক্লোবুচার বলেন, এই আইন পাস হলে খবর প্রচার ও ডিজিটাল বিজ্ঞাপনের ওপর কর্তৃত্ব খাটানো অনলাইন প্ল্যাটফরমগুলোর সঙ্গে সমপর্যায়ে লড়াইয়ের ক্ষেত্র তৈরি হবে সংবাদমাধ্যমগুলোর।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *