ফটোগ্রাফার জেসন ডে ফ্রেইটাস গত শতকের ষাটের দশকের আগফা মাইক্রোফ্লেক্স ১০০ সুপার ৮ মোশন পিকচার ক্যামেরা সেট করেছেন ড্রোনে। ক্যামেরায় ছিল কোডাক এক্টাক্রোম ১০০ডি ফিল্ম। ড্রোনের ওপর ক্যামেরা বসাতে হোল্ডার তৈরি করেছেন থ্রিডি প্রিন্ট করে। এরপর ফাস্ট পারসন ভিউ বা এফপিভি ড্রোনটি উড়িয়ে নিয়েছেন পাহাড় ও সমুদ্রের ওপর দিয়ে। মোট চার মিনিট আধাকেজি ওজনের ক্যামেরা নিয়ে উড়েছে সাত ইঞ্চি লম্বা ড্রোনটি।
সূত্র : পেটাপিক্সেল