শেষ পর্যন্ত জানুয়ারিতে অ্যাপলের নতুন চিপের ম্যাকবুক

১৫ বছর ধরে ইনটেলের চিপ ব্যবহারের পর ২০২০ সালে অ্যাপল ফের নিজেদের নকশা করা সেমিকন্ডাকটর ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরই ফলে গত বছর থেকে কোম্পানিটি ‘এম২’ চিপের সর্বশেষ সংস্করণ চালিত বিভিন্ন ডিভাইস উন্মোচন শুরু করেছে। নতুন চিপের ম্যাকবুক ডিভাইসগুলো উন্মোচিত হয়েছে গেল মঙ্গলবার।

নতুন ‘ম্যাক মিনি’র দাম শুরু পাঁচশ ৯৯ ডলার থেকে। আর এগুলো বাজারে মিলবে ২৪ জানুয়ারি থেকে। এ ছাড়া, নতুন চিপ’সহ ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ডিভাইসের দাম শুরু এক হাজার নয়শ ৯৯ ডলার থেকে। ওই তুলনায় এম২ চিপ থাকা ১৩ ইঞ্চির মডেলের দাম কিছুটা কম। এর দাম শুরু এক হাজার দুইশ ৯৯ ডলার থেকে।

বিস্তারিত পড়ুন: শেষ পর্যন্ত জানুয়ারিতে অ্যাপলের নতুন চিপের ম্যাকবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *