শাওমি নতুন ট্যাব নিয়ে ব্যবহারকারীদের সামনে হাজির হচ্ছে। মডেল শাওমি প্যাড ৬। সম্প্রতি এই ট্যাবের টিজার প্রকাশ্যে এসেছে। ডলবি ভিশন ডিসপ্লে এবং ডলবি ভিশন স্পিকারসহ ট্যাবটি পাওয় যাবে। স্যামাসাংয়ের মতো এতে শাওমি স্মার্ট পেন স্টাইলাসও দেওয়া হবে এই ট্যাবে।
সম্প্রতি শাওমি তাদের ওয়েবসাইটে এই ট্যাব নিয়ে লাইভও করেছে। সেখানে জানানো হয়েছে কিছু তথ্য।
বিস্তারিত পড়ুনঃ শাওমি ১১ ইঞ্চির নতুন ট্যাব আনল