আফ্রিকার সাহারা মরুভূমির স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিন থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এমন ক্ষুদ্রাকৃতির রোবট বানিয়েছেন, যা মানবদেহে ‘সাঁতার কাটতে’ পারে।
বিজ্ঞানীরা বলছেন, নরম এই রোবট কোনো জিনিস পৌঁছে দেওয়া, তাপমাত্রা বাড়ানো ও রক্তপাত থামানোর মতো বেশ কয়েক ধরনের কাজ করতে সক্ষম। তারা আরও বলেন, নাগাল পাওয়া কঠিন এমন জায়গায়, যেমন পাকস্থলি ও ক্ষুদ্রান্ত্রে, পরীক্ষা করতে ভবিষ্যতে এটি মানবদেহেও প্রবেশ করানো যেতে পারে।
বিস্তারিত পড়ুনঃ শরীরে ‘সাঁতার কাটা’ রোবট বানালেন বিজ্ঞানীরা