শনি গ্রহের নতুন ৬২টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। এগুলো বিভিন্ন আকারের। এ নিয়ে শনিবার উপগ্রহের সংখ্যা দাঁড়াল ১৪৫ এ।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার সহযোগিতায় এই নয়া আবিষ্কার প্রকাশ্যে এসেছে।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত হাওয়াইয়ের মউনা কিয়া থেকে কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপের মাধ্যমে শনির উপর নজর রাখা হয়েছিল। তার পর ছবি মিলিয়ে শুরু হয় তথ্য সংগ্রহের কাজ। আগে যে সমস্ত উপগ্রহ চোখেই পড়েনি, বা চোখ এড়িয়ে গিয়েছিল, এবার শক্তিশালী টেলিস্কোপে সেগুলোও ধরা পড়ে। এমনকি ২.৫ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র উপগ্রহেরও সন্ধান মেলে, প্রথম বিশ্বের কোনও শপিং মলের তুলনায়ও আয়তনে কম। তাতেই সবমিলিয়ে শনির উপগ্রহের সংখ্যা ১৪৫-এ গিয়ে ঠেকেছে।
বিস্তারিত পড়ুনঃ শনির ৬২টি নতুন উপগ্রহের সন্ধান