শক্তিশালী ব্যাটারির নতুন ফোন বাজারে

দেশের বাজারে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই৩৬। চলতি বছর এটি ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন। এর দাম তুলনামূলক কম হলেও এই স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি রয়েছে।

সোনালি ও কালো—এই দুই রঙে মিলবে ভিভো ওয়াই৩৬। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ৮ জিবি র‍্যাম ও বাড়তি ৮জিবি র‍্যাম লাগানোর সুবিধা আছে এতে। একসঙ্গে ২৭টি অ্যাপ চালানো যায় ব্যাকগ্রাউন্ডে। ভিভো ওয়াই৩৬ ফোনে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। টানা গেম খেলা ও ভিডিও দেখা সহজ। রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার। যা নিরাপদ চার্জিং নিশ্চিত করে ব্যাটরির আয়ু বাড়াবে প্রায় ২৫ শতাংশ।

বিস্তারিত পড়ুনঃ শক্তিশালী ব্যাটারির নতুন ফোন বাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *