ঘরে–বাইরে এখন নিয়মিত ল্যাপটপ ব্যবহার করেন অনেেকই। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। ল্যাপটপের যত্ন নিলে কম্পিউটার ভালোভাবেই কাজ করবে। ল্যাপটপ ভালো রাখার ৬ উপায় জেনে নেওয়া যাক–
দুর্ঘটনা প্রতিরোধ
ল্যাপটপে কাজ করার সময় অনেকেই পানি পান করেন বা বিভিন্ন খাবার খান। এটা ঠিক নয়। যদি ব্যস্ততার কারণে খাবার খেতেই হয়, তবে ল্যাপটপ থেকে পানির গ্লাস বা বোতল এক ফুট দূরে রাখার পাশাপাশি কি বোর্ড ঢেকে রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজ না করলে খাবার খাওয়ার সময় ল্যাপটপের ঢাকনা বন্ধ রাখলে সবচেয়ে ভালো হয়। এ ছাড়া সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। বৃষ্টির পানি ও ধুলা থেকে দূরে রাখতে হবে ল্যাপটপ।
বিস্তারিত পড়ুন: ল্যাপটপ ভালো রাখার ৬ উপায়