ল্যাপটপ ব্যবহারকারীদের বেশিরভাগই চার্জে রেখে কাজ করেন। ব্যাটারির চার্জ ফুল হলে চার্জার খোলেন না। যতক্ষণ ল্যাপটপ চলতে থাকে চার্জারও অন থাকে। দিনের পর দিন আপনি কি ভুলভাবে ল্যাপটপ চালাচ্ছেন? জানুন ল্যাপটপ চার্জ দেওয়ার সঠিক নিয়ম।
ল্যাপটপের ব্যাটারি একটু পুরনো হলেই ব্যাকআপ কম দিতে থাকে। তাই আপনার উচিত প্রথম থেকেই ল্যাপটপের যত্ন নেওয়া। কারণ আপনার ছোট ছোট কিছু ভুলে ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা অনেক কমে যায়। ব্যাটারি কয়েক ঘন্টার মধ্যে ডিসচার্জ হয়ে যায়। তখন কয়েক ঘণ্টা পরপর চার্জ দিতে হয়। অর্থাৎ আপনি চাইলেও ল্যাপটপটিকে কোথাও নিয়ে যেতে পারবেন না। সঙ্গে চার্জার নিয়ে যেতে হবে। কিন্তু সব সময় সব জায়গায় চার্জ দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। সেক্ষেত্রে দরকারে যদি ল্যাপটপটিতে কাজই না করা যায়, তাহলে তার থেকে বিরক্তির আর কীই বা হতে পারে।
বিস্তারিত পড়ুনঃ ল্যাপটপ চার্জে রেখে কাজ করা কি ঠিক?