ল্যাপটপ ব্যবহারকারীদের অনেকেই অতিরিক্ত কিবোর্ড বা মাউসপ্যাড সঙ্গে রাখেন না। বাড়তি ঝামেলা মনে হয়। কিন্তু এমন পরিস্থিতিতে ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে বা কার্সর এদিক-ওদিক নড়তে থাকলে কিংবা স্থির হয়ে বসে থাকলে বেশ মুশকিলে পড়তে হয়।
এই পরিস্থিতিতে নিজেই কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই এই লেখা। এখানকার বেশিরভাগ সমাধানই উইন্ডোজ কম্পিউটারের জন্য বেশি উপযোগী। তবে ম্যাকবুক, ক্রোমবুক বা অন্য ঘরানার ল্যাপটপেও এগুলো কাজে লাগানো যাবে।
বিস্তারিত পড়ুনঃ ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে যা করবেন