জেন্টস সাইকেলের সঙ্গে লেডিস সাইকেলের বেশ কিছু পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় পাথর্ক্য ডিজাইনে। এমনকি রঙের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। খেয়াল করলে দেখবেন লেডিস সাইকেলের সামনে রড থাকে না। সামনের অংশটি ফাঁকা রাখা হয়। নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটি জেগেছে যে, লেডিস সাইকেলের সামনে অংশটি ফাঁকা থাকে কেন?
বিস্তারিত পড়ুনঃ লেডিস সাইকেলের সামনে রড থাকে না কেন?