ভারতীয় বাজারে লঞ্চ হলো বোটের দুটি স্মার্টওয়াচ। জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোটের লুনার সিরিজের নতুন স্মার্টওয়াচ এলো। স্মার্টওয়াচ দু’টির নাম লুনার কানেক্ট প্রো এবং লুনার কল প্রো।
উভয় স্মার্টওয়াচেই দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। সংস্থার দাবি, উভয় স্মার্টওয়াচেই ওয়াচ ফেস স্টুডিও এবং সেন্সএআই ব্য়বহার করা হয়েছে, যা কোম্পনির প্রথম সেন্সএআই ফিচার সহ স্মার্টওয়াচ।
বিস্তারিত পড়ুনঃ লুনার সিরিজের ২ স্মার্টওয়াচ আনলো বোট