কোনো বড় কিংবা ছোট স্টেশন দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কমে যায়। অনেক ক্ষেত্রে আবারও বেড়েও যায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে বড় জংশনে ট্রেন ঢোকার সময় একাধিক লাইন পার হতে হয়। ভেবে দেখেছেন কখনও কীভাবে তা সম্ভব হয়। এর পেছনে রয়েছে বড় একটা সিস্টেম।
ট্রেনের সিগন্যালে মোট চারটে রঙের লাইট থাকে। লাল, হলুদ এবং সবুজ রঙের লাইট থাকে লাইনে। থাকে সাদা রঙয়ের লাইটও । প্রথম তিনটি রঙয়ের লাইটের কাজ সাধারণত ট্রাফিক লাইটের মতোই হয়ে থাকে। তবে রেলের ক্ষেত্রে এর মানে কিছুটা আলাদা হয়।
বিস্তারিত পড়ুনঃ লাল, সবুজ ও হলুদ—ট্রেনের কোন সিগন্যালের কী অর্থ?