ডুনটপে নামের এক রোবটের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ওকালতি করায় শিকাগোভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে। এতে বলা হয়েছে, ডুনটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুবই নিম্নমানের আইনি পরামর্শ দিচ্ছে। এমনকি আইনি পরামর্শক হিসেবে কাজ করার নিবন্ধনও তার নেই।
সান ফ্রান্সেসকো রাজ্যের আদালতে গত ৩ মার্চ এই মামলা দায়ের করেন আইনি প্রতিষ্ঠান এডেলস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে বলা হয়, ডুনটপে একটি রোবট। সে কোন আইনজীবী নন। এমনকি আইনি প্রতিষ্ঠানও নয়।
বিস্তারিত পড়ুনঃ লাইসেন্স ছাড়া ওকালতি করায় মামলা খেলো ‘রোবট’