অনেকেরই হয়তো জানা নেই, যেসব ইলেকট্রিক সাইকেল-স্কুটারের গতি ২৫ কিলোমিটারের কম সেসব দ্বিচক্র যান চালাতে লাইসেন্স লাগে না। শুধু হেলমেট পরলেই হয়। এছাড়াও সড়কে চলাচলের আইন-কানুন মানলেই হয়। এমনই একটি স্বল্পগতির ইলেকট্রিক স্কুটার আনল ইউলু উইন।
ভারতে পাওয়া যাচ্ছে এই স্কুটার। যার দাম ৫৫ হাজার ৫৫৫ রুপি। কিস্তিতেও কেনার সুযোগ আছে।
বিস্তারিত পড়ুনঃ লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন এই ইলেকট্রিক স্কুটার